রিতু পর্না চাষ্য এশিয়ান কাপ কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেয়ার পথে ‘বেঙ্গল টাইগ্রেস’ সরাসরি ফাইনাল রাউন্ড নিশ্চিত করল
প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ১০:২৭:২৭
ইয়াঙ্গনের থুউন্না স্টেডিয়ামে বুধবার (২ জুলাই, ২০২৫) অনুষ্ঠিত গ্রুপ সি-র দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দল নিজেদের দুর্দান্ত ক্রিকেট খেলার মাধ্যমে আগ্রাসী মিয়ানমার দলকে ২–১ গোলে পরাস্ত করে ইতিহাস গড়ে। প্রথম গোল করেন রিতু পর্না চাষ্য, যিনি প্রথমার্ধে অবৈধ ফ্রি-কিকের রিবাউন্ডে বল জালে পাঠান (১৮'; ১–০)। দ্বিতীয় গোলে (৭২') তিনি শোনার মতো এক একাকী ড্রিবল করে দুর্দান্ত শট মেরে দলের জয় নিশ্চিত করেন । মিয়ানমার শেষ দিকে (৮৯') একটি সান্ত্বনা গোলে ফিরলেও এতে কোনো কাজে আসে না।
এই জয়ের ফলে বাংলাদেশ দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সি-র শীর্ষে রয়েছে এখন যে তুর্কমেনিস্তান বা বাহরেইনের সঙ্গে ম্যাচ হয় না কেন, তারা ফাইনাল রাউন্ড নিশ্চিত করে নিয়েছে ।
এ শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় বাংলাদেশ প্রথমবারের মতো AFC Women’s Asian Cup-এ প্রথম রাউন্ড অনাড়িতে (final round) খেলবে। এটি ‘বেঙ্গল টাইগ্রেস’দের জন্য এক ঐতিহাসিক দিন, এবং জাতির ক্রীড়া ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে এটি স্মরণীয় হয়ে থাকবে।