নিশ্চিত জয় এনে দিলো বাংলাদেশ নারী ফুটবল দল
প্রকাশিত : ৩০ জুন ২০২৫, ১০:৩০:১৩
মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাহরাইনের বিরুদ্ধে বাংলাদেশ নারী ফুটবল দল অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ৭-০ গোল ব্যবধানে বড় জয় পায়। ফিফা র্যাঙ্কিংয়ে বাহরাইন বাংলাদেশ থেকে অনেক এগিয়ে থাকলেও মনিকা ও রুপনা চাকমা নেতৃত্বে বাংলাদেশের খেলোয়াড়রা দক্ষতার সঙ্গে ম্যাচে আধিপত্য বিস্তার করে।
দশম মিনিটে শামসুন্নাহার জুনিয়র প্রথম গোল করে বাংলাদেশের জন্য শুভ সূচনা করেন। এরপর ১৫ মিনিটে ঋতুপর্ণা চাকমা দলের দ্বিতীয় গোল করেন। প্রথমার্ধে তহুরা খাতুনের জোড়া গোলসহ মোট পাঁচ গোল করে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে খেলোয়াড়রা আগের চেয়েও সতর্কতা অবলম্বন করে, তবে দুটি গোল করতে সফল হয়। ৬০ মিনিটে বিপদ বুঝে বাহরাইনের এক ডিফেন্ডার গোললাইন থেকে বল ক্লিয়ার করতে গিয়ে দুর্ঘটনাবশত নিজের দলকে গোল হজম করাতে বাধ্য হন। ৭৪ মিনিটে মুনকি আক্তার দৃষ্টিনন্দন গোল করে জয় নিশ্চিত করেন। বাংলাদেশের জয়ী একাদশ ছিল রুপনা চাকমা, শিউলি আজিম, আফঈদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, মনিকা চাকমা, স্বপ্না রানী, মারিয়া মান্দা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।
২ জুলাই বাংলাদেশ স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে আরও একটি চ্যালেঞ্জিং ম্যাচ খেলবে। একইদিন স্বাগতিক মিয়ানমার ৮-০ গোলে তুর্কমেনিস্তানকে হারিয়েছে। বাংলাদেশ নারী ফুটবল দলের এই দারুণ জয় দেশের ফুটবল ভক্তদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।