ব্যতিক্রমী সাক্ষাৎকারে চমকে দিল স্কুলপড়ুয়া শিশু, হাসিমুখে উত্তর দিলেন নাজমুল হাসান পাপন
প্রকাশিত : ২৯ জুন ২০২৫, ২:০৩:১৪
রংপুরে এক ক্রিকেট কর্মসূচিতে এসে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মুখোমুখি হলেন এক ক্ষুদে সাংবাদিকের। বয়স মাত্র ১১, তবে জিজ্ঞাসার গভীরতায় অনেককেই চমকে দিয়েছে শিশুটি। ব্যতিক্রমী এই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছে সেই শিশু সাংবাদিক।
ঘটনাটি ঘটে রংপুর বিভাগীয় স্টেডিয়ামে, যেখানে বিসিবি সভাপতি স্থানীয় ক্রিকেট উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখতে এসেছিলেন। এ সময় একটি স্থানীয় শিশু সংবাদপত্র প্রকল্পের অংশ হিসেবে পঞ্চম শ্রেণির ছাত্র রাহাত ইসলাম তার হাতে একটি নোটবুক ও মাইক্রোফোন নিয়ে হাজির হয়।
“বাংলাদেশ কেন আইসিসি ইভেন্টে ভালো করে না?”
রাহাত প্রথমেই প্রশ্ন করে বসে
স্যার, বাংলাদেশ দল আইসিসি টুর্নামেন্টে বারবার কেন হারে?
বিস্মিত হলেও আমিনুল ইসলাম বুলবুল হাসিমুখে জবাব দেন, “খেলোয়াড়দের আত্মবিশ্বাসের ঘাটতি, চাপের মুখে সিদ্ধান্তহীনতা এই জিনিসগুলো আমরা কাটিয়ে উঠতে চেষ্টা করছি। তবে তোমাদের মতো আগ্রহীরা যদি পাশে থাকো, আগামী দিনে বাংলাদেশ আরও ভালো খেলবে।”
‘আমার প্রিয় খেলোয়াড় লিটন দাস, কিন্তু ওকে নিয়ে অনেক সমালোচনা হয় কেন?’
রাহাতের আরেক প্রশ্ন ছিল “লিটন দাসকে নিয়ে সবাই এত সমালোচনা করে কেন?”
বুলবুল বলেন, “সমালোচনা আসবে। কিন্তু ওর স্কিল, ক্লাস সবই আছে। কখনও কখনও খারাপ সময় যায়। আমাদের উচিত, খেলোয়াড়দের পাশে থাকা।”
চমকে গেলেন বিসিবি সভাপতি
ক্ষুদে সাংবাদিকের এমন প্রশ্নে বিসিবি সভাপতিসহ সঙ্গে থাকা কর্মকর্তারাও অভিভূত হন। পরে বুলবুল রাহাতকে বলেন, “তুমি বড় হয়ে অনেক ভালো সাংবাদিক হবে ইনশাআল্লাহ।” এবং বিসিবির পক্ষ থেকে শিশুটিকে একটি ক্রিকেট ব্যাট উপহার দেওয়া হয়।
সামাজিক মাধ্যমে প্রশংসা
এই সাক্ষাৎকারের একটি ছোট ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাংবাদিক, ক্রীড়াবিদ ও সাধারণ ব্যবহারকারীরা শিশুটির সাহস, ভাষার স্পষ্টতা এবং প্রশ্ন বাছাইয়ের জন্য ভূয়সী প্রশংসা করেন। অনেকে মন্তব্য করেন, “এই প্রজন্মই ভবিষ্যতের আলোর দিশারী।”