বাবরবিহীন পাকিস্তান ব্যাটে হারিসের ৬৬ আর বোলারদের দাপটে সহজ জয় পেল নবাগত ওমানের বিপক্ষে
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭:৫২
এশিয়া কাপে প্রথম ম্যাচেই শক্তির জানান দিল পাকিস্তান। বাবর আজমকে ছাড়াই ওমানকে সহজেই উড়িয়ে দিল সবুজ জার্সিধারীরা।
টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে তোলে ১৬০/৭। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য হাতে ফেরেন সাইম আইয়ুব। তবে চাপ সামলে নেন মোহাম্মদ হারিস ও সাহিবজাদা ফারহান। দুজনের জুটিতে আসে ৮৫ রান। ফারহান রান এ বল ২৯ করে বিদায় নিলেও হারিস খেলেন ম্যাচসেরা ইনিংস ৪৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৬ রান।
শেষদিকে ফখর জামান অপরাজিত ২৩ (২৩ বলে) ও মোহাম্মদ নওয়াজ ১৯ (১০ বলে) করে লড়াকু সংগ্রহ দাঁড় করাতে সাহায্য করেন। ওমানের হয়ে আমির কালিম ও ফয়সাল ৩টি করে উইকেট নেন।
১৬১ রানের লক্ষ্যে নেমে ওমানের ব্যাটিং ভেঙে পড়ে শুরুতেই। একমাত্র হাম্মাদ মির্জা লড়াই করেছেন ২৩ বলে ২৭ রানে। বাকিরা দাঁড়াতে না পারায় মাত্র ৬৭ রানে অলআউট হয় নবাগত দলটি।
পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ নেন দুটি করে উইকেট। শাহীন শাহ আফ্রিদি, আব্দুর রহমান ও মোহাম্মদ নওয়াজ নেন একটি করে উইকেট।
এই জয়ে গ্রুপ ‘বি’-তে দুই পয়েন্ট নিয়ে নেট রানরেটে (৪.৬৫০) দ্বিতীয় স্থানে উঠেছে পাকিস্তান। আগামী রোববার একই ভেন্যুতে মুখোমুখি হবে ভারত–পাকিস্তান, যা নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যে উত্তেজনা তুঙ্গে।