৯ বছরের সম্পর্কের পর জর্জিনাকে বিয়ের প্রস্তাব ফুটবল তারকার
প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ১২:৩১:৩২
অবশেষে ৯ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ককে বিয়ের প্রস্তাবে রূপ দিলেন ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের মাদ্রিদের এক গুচি শোরুমে ২০১৬ সালে শুরু হওয়া পরিচয় ধীরে ধীরে গড়ে তোলে এক অটুট সম্পর্ক। সেই প্রেমের গল্পের নায়িকা জর্জিনা রদ্রিগেজ নিজের ইনস্টাগ্রামে হীরার আংটির ছবি দিয়ে জানালেন সুসংবাদ ‘হ্যাঁ, আমি রাজি।’
রোনালদো ও জর্জিনা ২০১৭ সালে প্রকাশ্যে একসঙ্গে আসেন। এরপর জন্ম নেয় তাঁদের দুই কন্যা আলানা মার্তিনা ও বেলা এস্মেরলাদা। সম্পর্কের শুরু থেকে সুখ-দুঃখের সঙ্গী হয়ে থাকা জর্জিনা শুধু পারিবারিক জীবনে নয়, ফ্যাশন ও বিনোদন জগতেও গড়েছেন নিজের অবস্থান।
এই সুখবরের স্থান হিসেবে জর্জিনা ট্যাগ করেছেন সৌদি আরবের রিয়াদ শহরকে, যেখানে রোনালদো বর্তমানে আল নাসর ক্লাবে খেলছেন। এখন সবার দৃষ্টি তাঁদের বিয়ের তারিখ ঘোষণার দিকে, যা হতে যাচ্ছে বিশ্বজুড়ে আলোচিত এক আয়োজন।