ডেভিড না থাকলেও জিতল অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের অদ্ভুত রেকর্ড ২০০ ছুঁয়েও টি-টোয়েন্টিতে সপ্তম হার
প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ১২:০৯:৫৯
অস্ট্রেলিয়ার সামনে আবারও ধরাশায়ী হলো ওয়েস্ট ইন্ডিজ। এবার ২০৬ রানের লক্ষ্যও রক্ষা করতে পারল না তারা। সেন্ট কিটসে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৪ বল ও ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এ নিয়ে ৫ ম্যাচ সিরিজে ৪-০তে এগিয়ে গেল মিচেল মার্শের দল। আর টি-টোয়েন্টি ইতিহাসে সপ্তমবারের মতো ২০০ বা তার বেশি রান করেও হারল ওয়েস্ট ইন্ডিজ যা এই সংস্করণে সর্বাধিক।
গত ম্যাচে রেকর্ড সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে সিরিজ জয়ে এনে দেওয়া টিম ডেভিড বিশ্রামে ছিলেন। তবে তার অনুপস্থিতিতেও দলীয় ব্যাটিং শক্তি কমেনি। বরং মিডল অর্ডারে ব্যাট হাতে ঝড় তুলেছেন জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন।
অধিনায়ক মার্শ ম্যাচের শুরুতেই শূন্য রানে ফিরে গেলে ইংলিশ ও ম্যাক্সওয়েল দ্রুত রান তোলার দায়িত্ব নেন। ইংলিশ ৩০ বলে ৫১ রান করে আউট হন। এরপর মাত্র ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। জয়ের জন্য শেষ পর্যন্ত দায়িত্ব পালন করেন ক্যামেরন গ্রিন। ৩০ বলে ফিফটি করে দলকে জয় এনে মাঠ ছাড়েন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের ব্যর্থতার অন্যতম কারণ তাদের বাজে ফিল্ডিং। ম্যাচজুড়ে তিনটি সহজ ক্যাচ মিস ও অগোছালো ফিল্ডিংয়ে জয় হাতছাড়া করে ক্যারিবীয়রা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ‘সমবায় ব্যাটিং’-এ ২০৫ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ রান ছিল শেরফান রাদারফোর্ডের ৩১। রোমারিও শেফার্ড ও রোভম্যান পাওয়েল করেন ২৮ করে রান। তবে এই বিশাল রানের ইনিংসে কারও ব্যক্তিগত সংগ্রহ ৩২ রান না থাকায় এক অদ্ভুত রেকর্ডও গড়ে তারা। টি-টোয়েন্টিতে কোনো ব্যাটার ৩২ রান না করেও ওয়েস্ট ইন্ডিজের ২০৫ রানই সর্বোচ্চ।
ওয়েস্ট ইন্ডিজের জন্য ম্যাচটি শুধুই হার নয়, ব্যর্থতার আরেকটি পরিসংখ্যানও। টি-টোয়েন্টিতে ২০০ বা তার বেশি রান করেও সপ্তমবার হারল তারা। এই বিব্রতকর রেকর্ড আর কোনো দলের নেই।
সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে দুই দিন পর। এর আগেই সিরিজ নিশ্চিত করে ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়া, আর হতাশার মুখে ওয়েস্ট ইন্ডিজ।