চার ম্যাচ অপরাজিত বাংলাদেশ, পিসিবি চেয়ারম্যানের সামনে মান বাঁচাতে চায় সফরকারীরা
প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১১:৫৫:১৭
ঢাকা, ২৪ জুলাই ২০২৫ চলতি বছরের পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ। এবার নিজেদের মাঠে সেই শোধ নেয়ার মোক্ষম সুযোগ লিটন দাসদের সামনে। ইতোমধ্যে দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টেলিভিশন।
লো-স্কোরিং, কিন্তু রোমাঞ্চকর সিরিজ
প্রথম দুই ম্যাচেই বাংলাদেশের বোলাররা দাপট দেখিয়েছেন। বিশেষ করে পাকিস্তানি ব্যাটাররা ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের বোলিং পাকিস্তানকে রীতিমতো কোণঠাসা করে ফেলেছে। ব্যাট হাতে যদিও বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে প্রত্যাশা অনুযায়ী রান তুলতে পারেনি, তবে তাওহীদ হৃদয় ও জাকের আলীর দায়িত্বশীল ব্যাটিং স্কোরবোর্ডে লড়াকু পুঁজি দাঁড় করায়।
চার ম্যাচ ধরে অপরাজিত বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ জয়ের আগে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে সিরিজ হারানোর ইতিহাস গড়ে বাংলাদেশ। ওই সিরিজ জয় দিয়েই শুরু হয় লিটনদের ঘুরে দাঁড়ানোর গল্প। এরপর পাকিস্তানের বিপক্ষে দুই জয় নিয়ে চার ম্যাচ অপরাজিত বাংলাদেশ আজ খেলতে নামবে পূর্ণ প্রতিশোধের লক্ষ্যে।
পাকিস্তানের মান রক্ষার লড়াই
একদিকে আত্মবিশ্বাসী বাংলাদেশ, অন্যদিকে চাপে পাকিস্তান। সিরিজ হারের পর এবার হোয়াইটওয়াশ এড়ানোই সফরকারীদের প্রধান লক্ষ্য। এই ম্যাচের গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির ঢাকায় উপস্থিতি। এসিসির বার্ষিক সাধারণ সভা শেষে তিনি মিরপুরে খেলা দেখবেন। তার সামনেই সালমান আগা ও তার দল ঘুরে দাঁড়াতে পারে কিনা, তা নজর কাড়বে ক্রিকেটবিশ্বে।