কিংস্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, ১:৪৪:২০
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর জন্য নিজের জন্মশহর কিংস্টনের স্যাবাইনা পার্ককে বেছে নিয়েছিলেন আন্দ্রে রাসেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলেন তিনি। ১৫ বলে ৩৬ রানের এক ঝলমলে ইনিংস খেললেও দিনটি শেষ হলো হার দিয়ে।
প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে তোলে ১৭২ রান। ওপেনার ব্র্যান্ডন কিং ৩৬ বলে ৫১ রান করে দারুণ সূচনা এনে দেন। বিদায়ী ম্যাচে রাসেল ৪ ছক্কা ও ২ চারে ১৫ বলে করেন ৩৬ রান। ইনিংসের শেষভাগে গুডাকেশ মটি যোগ করেন ঝড়ো ১৮ রান (৯ বলে)।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে আলো ছড়ান অ্যাডাম জাম্পা, ৩ উইকেট তুলে নেন মাত্র ২৯ রানে। পাশাপাশি এলিস ও ম্যাক্সওয়েল নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লের ভেতরেই ফিরে যান ম্যাক্সওয়েল (১০) ও মার্শ (২১)। কিন্তু এরপর ব্যাট হাতে জ্বলে ওঠেন জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন। ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৫.২ ওভারেই জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারীরা।
ইংলিস ৩৩ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন, হাঁকান ৭টি চার ও ৫টি ছক্কা। গ্রিন অপরাজিত থাকেন ৫৬ রানে, মাত্র ৩২ বলে ৩ চার ও ৪ ছক্কায় সাজান ইনিংসটি। ম্যাচসেরা নির্বাচিত হন ইংলিস।
ফিল্ডিংয়েও ব্যর্থ ছিল ওয়েস্ট ইন্ডিজ, তারা ফেলে দেয় অন্তত ছয়টি ক্যাচ।
খেলা শেষে আবেগঘন মন্তব্যে বিদায় নেন রাসেল। বলেন,
আমি কৃতজ্ঞ যে নিজের শহরে, বন্ধু-পরিবারের সামনে শেষ ম্যাচটা খেলতে পেরেছি। ফল আমাদের পক্ষে আসেনি, কিন্তু আমি খুশি এবং কৃতজ্ঞ।
দলকে শুভকামনা জানিয়ে বলেন,
ছেলেদের ভবিষ্যতের জন্য শুভকামনা। আশা করি তারা সামনে ভালো করবে।
৩৭ বছর বয়সী রাসেল আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন প্রায় ১৫ বছর। ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। তাঁর অবসরে ক্যারিবিয়ান ক্রিকেট হারাল এক অনন্য অলরাউন্ডারকে।