মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় শোকাহত জাতি, সেই আবহে মিরপুরে লিটনদের ঐতিহাসিক জয়
প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, ১:২৬:৩০
চারদিকেই শোকের ছায়া। রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছে ৩২ জন শিশু। জাতি যখন এই শোক বুকে ধরে কাঁদছে, তখন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেটের ২২ গজে উজ্জ্বল করে তুললো এক ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো কুড়ি ওভারের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়লো বাংলাদেশ দল।
মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের দেওয়া ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ বল পর্যন্ত উত্তেজনার পারদ চড়েছে। শেষ পর্যন্ত ৮ রানে জয় পায় বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে ফেলে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
এই সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে তিনটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে জয়হীন ছিল বাংলাদেশ। ২০২০ ও ২০২১ সালে লাহোর এবং মিরপুরে হোয়াইটওয়াশ হওয়ার পর চলতি বছরের মে মাসে পাকিস্তান সফরেও তিন ম্যাচেই হার দেখে টাইগাররা। অবশেষে চতুর্থ সিরিজে এসে প্রতীক্ষিত সাফল্যের দেখা পেল বাংলাদেশ।
ম্যাচের শুরুতে পাকিস্তান টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। শুরুটা ছিল হতাশাজনক পাওয়ার প্লেতেই ২৮ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে জাকের আলী ও শেখ মেহেদীর ৫৩ রানের জুটিতে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। জাকের ৪৮ বলে ৫৫ রানের দারুণ ইনিংস খেলেন, যাতে ছিল ১টি চার ও ৫টি ছক্কা। শেষ পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ দাঁড়ায় ১৩৩ রান।
জবাবে খেলতে নেমে পাকিস্তান ব্যাটিং বিপর্যয়ে পড়ে। প্রথম ছয় ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হন। যদিও ফাহিম আশরাফ ও আব্বাস আফ্রিদি কিছুটা চাপ কমানোর চেষ্টা করেন। শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান। মোস্তাফিজের বলে ফাহিম ও দানিয়ালের আক্রমণাত্মক খেলা হারের আশঙ্কা তৈরি করলেও শেষ মুহূর্তে রিশাদের উইকেট তুলে নেওয়ায় নিশ্চিত হয় ৮ রানের জয়।
বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার ছিলেন। তানজিম সাকিব ও মেহেদী হাসান নিয়েছেন ২টি করে উইকেট, মোস্তাফিজ ও রিশাদ নিয়েছেন ১টি করে উইকেট।
একদিকে হাসপাতালের বিছানায় দগ্ধ শিশুরা, আরেকদিকে ক্রিকেট মাঠে জয়। দুই বিপরীত বাস্তবতায় আবর্তিত দেশের দিনটি, যেখানে আনন্দও যেন শোক মেশানো।