পাকিস্তানকে ১১০ রানে অলআউট করে ৭ উইকেটে জয় তুলে নিল লিটনরা
প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ১২:১৯:৪১
শ্রীলঙ্কা সফরের আত্মবিশ্বাস নিয়ে মিরপুরে ফিরেই শক্তিমত্তার প্রমাণ দিল বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে মাত্র ১১০ রানে অলআউট করে ৭ উইকেটের বড় জয় তুলে নিল লাল-সবুজের দল। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের রহস্যময় উইকেটে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। তার সেই সিদ্ধান্তকে কার্যকর করে দেখান মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসানরা।
পাকিস্তানকে রানে খেল বাংলাদেশি বোলাররা
মোস্তাফিজুর রহমান ছিলেন অনবদ্য। তার ৪ ওভারে ১৮টি ডট বল এবং মাত্র ৬ রানে ২ উইকেট শিকার করেন। তাসকিন আহমেদ নেন ৩টি উইকেট মাত্র ২২ রানে। শুরুতেই চাপে পড়ে পাকিস্তান হারায় প্রথম ৪ উইকেট পাওয়ার প্লেতে।
পাকিস্তানের পক্ষে ফখর জামান খেলেন সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস (৩৪ বলে ৬ চার, ১ ছক্কা)। এছাড়া খুশদিল শাহ ১৭ ও আব্বাস আফ্রিদি করেন ২২ রান। কিন্তু দলের বাকিরা ব্যর্থ। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
ইমনের ব্যাটে সহজ জয় নিশ্চিত
১১১ রানের সহজ লক্ষ্য তাড়ায় শুরুটা ছিল নড়বড়ে। মাত্র ৭ রানের মাথায় ফিরে যান তানজিদ তামিম ও লিটন দাস। এরপর তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন দৃঢ়তা দেখান। বিশেষ করে ইমনের ব্যাটে আসে চমৎকার ঝড়।
ইমন করেন ৫৬ রান (৩৯ বলে ৩ চার ও ৫ ছক্কা)। তার সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন হৃদয়, যিনি করেন ৩৬ রান ৩৭ বলে। শেষদিকে জাকের আলীর (১৫*) ব্যাটে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ১৫.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা।
টস ভাগ্য বদলের পর জয়োৎসব
টানা ৯ ম্যাচ পর টস জিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন লিটন দাস। তার নেতৃত্বে পুরো ম্যাচজুড়েই আগ্রাসী ছিল বাংলাদেশ। শুধু বোলিং নয়, দুর্দান্ত ফিল্ডিংয়ে দুইটি রান আউট করে দারুণ নজর কেড়েছেন ফিল্ডাররাও।
স্কোরসামারি:
পাকিস্তান: ১১০/১০ (১৯.৩ ওভার)
ফখর জামান ৪৪, আব্বাস ২২ | তাসকিন ৩/২২, মোস্তাফিজ ২/৬
বাংলাদেশ: ১১৪/৩ (১৫.৩ ওভার)
ইমন ৫৬*, হৃদয় ৩৬ | মির্জা ২ উইকেট
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী