টানা দুই ম্যাচে লঙ্কানদের হারিয়ে প্রেমাদাসায় রূপকথার জয়, নায়ক মেহেদী ও তানজিদ
প্রকাশিত : ১৭ জুলাই ২০২৫, ১২:৪৪:৩১
শ্রীলঙ্কার ঘরের মাঠে কখনওই কোনো সিরিজ জেতেনি বাংলাদেশ টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি। সেই অপূর্ণতার অবসান ঘটিয়ে অবশেষে টাইগাররা গড়ল নতুন ইতিহাস। প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জয় ছিনিয়ে নিলো বাংলাদেশ।
প্রথম ম্যাচে হার, দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় এই পটভূমিতে আজ ছিল সিরিজ নির্ধারণী লড়াই। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা বাংলাদেশ আগে বোলিং করে স্বাগতিকদের মাত্র ১৩২ রানে আটকে দেয়। এরপর ব্যাটিংয়ে তানজিদ হাসান তামিমের ৭৪ রানের অনবদ্য ইনিংস এবং হৃদয়ের শান্ত ব্যাটিংয়ে ২১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।
সিরিজ জয়ী ম্যাচে নায়ক হয়ে উঠলেন শেখ মেহেদী হাসান। বেঞ্চে বসে থাকা এই অফস্পিনার সুযোগ পেয়েই কাঁপিয়ে দিলেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। তার সঙ্গী হয়ে সমানতালে চাপে রেখেছেন মোস্তাফিজ ও শামীম হোসেনও।
শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন পারভেজ ইমন। তবে এরপর অধিনায়ক লিটন দাস ও তানজিদ গড়ে তোলেন ৭৪ রানের জুটি। লিটন ২৬ বলে ৩২ রান করে আউট হলেও তানজিদের ব্যাটে বজ্রপাত চলতে থাকে। ৪৭ বলে ৬টি ছক্কায় সাজানো তার ৭৪ রানের ইনিংস জয়কে করে তোলে একরকম নিশ্চিত।
আজকের জয় শুধু একটি সিরিজ জয় নয় এটি একটি যুগান্তকারী অর্জন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে শ্রীলঙ্কার মাটিতে প্রথম কোনো সিরিজ জয়। এর আগেও ২০২৩ সালে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েও হাতছাড়া করেছিল দলটি। এবার সেই আফসোস ভুলিয়ে দিয়েছে রূপকথার এই জয়।
সামনে কঠিন প্রতিপক্ষ পাকিস্তান তার আগে এমন আত্মবিশ্বাস দারুণ সহায়ক হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। লঙ্কান দুর্গ জয় টাইগারদের আত্মবিশ্বাস ও সাহসের প্রতীক হয়ে থাকবে বহুদিন।