২ অক্টোবর থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা, প্রস্তুতিতে বাকি কাজ নিয়ে সংশয়
প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ১১:১৫:৩১
কক্সবাজার ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর দেশে চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম শুরু হতে যাচ্ছে কক্সবাজারে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, আগামী ২ অক্টোবর থেকে এ বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে। ইতোমধ্যে অভ্যন্তরীণ বিমানবন্দরটিকে আন্তর্জাতিক রূপ দিতে প্রস্তুতিমূলক কাজ চলছে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এখনও টার্মিনাল ভবনের গুরুত্বপূর্ণ অংশের কাজ বাকি রয়েছে। প্যাসেঞ্জার অ্যারাইভাল ও ডিপারচার লাউঞ্জ, ডিপারচার কনভেয়ার বেল্ট, ইমিগ্রেশন কাউন্টারসহ প্রায় ৩০ শতাংশ কাজ শেষ হয়নি। ছাদে এখনো ব্রকশিট বসানো হয়নি, সীমানা নিয়ে বিরোধ মীমাংসা হয়নি এবং রানওয়েতে প্রাণীর প্রবেশের সমস্যাও রয়ে গেছে। ঝিনুক মার্কেট সরানোর উদ্যোগও এখনো বাস্তবায়ন হয়নি।
তবুও বেবিচক আশাবাদী যে ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব কাজ শেষ হবে। ইতোমধ্যে বাংলাদেশ বিমান ও ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে চিঠি দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বেবিচকের সদস্য (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান জানিয়েছেন, ২২ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হবে এবং আন্তর্জাতিক ফ্লাইট শুরুর আগে আইকাওকে জানানো হয়েছে।
সরকারের আশা, আন্তর্জাতিক ফ্লাইট চালুর ফলে কক্সবাজারের পর্যটন শিল্প ও অর্থনীতি নতুন দিগন্তে পৌঁছাবে। সরাসরি বিদেশি পর্যটক আসায় হোটেল-মোটেল, রিসোর্ট, পরিবহন ও সাংস্কৃতিক খাতের উন্নয়ন হবে, পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে এ বিমানবন্দর আঞ্চলিক হাব এবং রি-ফুয়েলিং পয়েন্ট হিসেবেও ব্যবহার করা যাবে।