সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব ও কার্যক্রম যাচাইয়ের উদ্যোগ
প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ২:০৩:৩৪
বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত তিনটি প্রশ্নবিদ্ধ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য সংগ্রহে নির্দেশনা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বিএনপির দায়ের করা মামলার তদন্তের জন্য নির্বাচন কমিশন (ইসি) কে চিঠি পাঠিয়ে এসব তথ্য দাবি করা হয়েছে।
গত সোমবার (৪ আগস্ট) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে দেশের সব জেলা প্রশাসক ও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে নির্দেশনা পাঠানো হয়। চিঠিতে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বরসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য প্রেরণের নির্দেশনা দেওয়া হয়। শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এই তথ্য জরুরি ভিত্তিতে চাওয়া হয়েছে।
এর আগে ওই নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের বিস্তারিত তথ্যের জন্যও নির্বাচন কমিশনকে অনুরোধ করেছিল পিবিআই।
অন্যদিকে, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। এই দলের মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় সদস্য থাকবেন। তারা ৭ অক্টোবর বাংলাদেশে তাদের মিশন শেষ করবে বলে জানা গেছে।