ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন, হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর ভিড় নগরবাসীর ক্ষোভ মশকনিধনে নগর কর্তৃপক্ষের ব্যর্থতায়
প্রকাশিত : ১৫ জুলাই ২০২৫, ১২:০৭:৪২
চট্টগ্রাম, ১৫ জুলাই ২০২৫
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী। মশা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে শহরের প্রায় সব ওয়ার্ডেই ছড়িয়ে পড়েছে এডিস মশা। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুধু চলতি জুলাই মাসের প্রথম ১৫ দিনেই চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় ১,৮০০ জন। শহরের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগীতে উপচে পড়ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক জানান, “এত সংখ্যক রোগী একসাথে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে শয্যার অভাবে রোগীকে ফিরিয়ে দিতেও হচ্ছে।”
নগরের বহদ্দারহাট, হালিশহর, আগ্রাবাদ, চকবাজার, কাতালগঞ্জ ও বায়েজিদ বোস্তামী এলাকায় মশার উপদ্রব বেশি দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সিটি করপোরেশন থেকে নিয়মিত মশকনিধন কার্যক্রম না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
বহদ্দারহাট এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন,
প্রায়ই বিদ্যুৎ চলে যায়, আবার জানালা খুললে মশার কামড়ে টিকে থাকা দায় হয়ে পড়ে। ছোট বাচ্চারা সবচেয়ে বেশি কষ্টে আছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মশকনিধনে নিয়মিত স্প্রে ও ফগিং চালানো হচ্ছে। তবে লোকবল ও যন্ত্রপাতির স্বল্পতা তাদের কার্যক্রমে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
নগর স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকবর বলেন, “সবার আগে দরকার জনসচেতনতা। শুধু সিটি করপোরেশন একা কিছু করতে পারবে না। বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণে নাগরিকদের দায়িত্ব নিতে হবে।”