ভারতের ওড়িয়ার জনপ্রিয় সঙ্গীত পরিচালক, গীতিকার ও সুরকার অভিজিৎ মজুমদার না ফেরার দেশে চলে গেলেন। ২৫ জানুয়ারি সকালে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সংগীতজ্ঞ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। দীর্ঘদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উচ্চ রক্তচাপ ও লিভার সংক্রান্ত জটিলতাসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিজিৎ। গতকাল রাতে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হলেও শেষ রক্ষা হয়নি।
গত বছরের আগস্ট মাস থেকেই অসুস্থতা বাড়তে থাকে অভিজিতের। প্রথমে তাকে কটকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় দেখা যায়, তার শরীরে সোডিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে কমে গেছে।
২০০০ সালের শুরুর দিকে সঙ্গীতজগতে পা রাখেন অভিজিৎ মজুমদার। প্রায় তিন দশকের ক্যারিয়ারে ওড়িয়া চলচ্চিত্র ও অ্যালবামের জন্য একের পর এক জনপ্রিয় সুর উপহার দিয়েছেন তিনি। চলচ্চিত্র ও অ্যালবামের জন্য সাত শতাধিকেরও বেশি গান রচনা করেছেন। ‘লাভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’, ‘সুন্দরগড় রা সলমন খান’, ‘শ্রীমান সুরদাস’-এর মতো ছবিতে তার সুর আজও শ্রোতাদের মনে গেঁথে রয়েছে।