পর্দার আড়াল থেকেও তিনি ভুলে যাননি তাঁর ভক্তদের দূর সমুদ্রপাড় থেকে পাঠিয়েছেন উষ্ণ শুভেচ্ছা।
প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৫, ১২:৪২:২৪
বাংলা চলচ্চিত্রের ‘কিং খান’ শাকিব খান বছরের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে কাটান। এবারও ব্যতিক্রম হলো না। নিউইয়র্ক, ওয়াশিংটন থেকে মায়ামির সমুদ্রতট সব জায়গাতেই ছুটির মেজাজে দেখা মিলছে তাঁর। রৌদ্রস্নান, শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলি সময় কাটানো সবই যেন তাঁর ব্যস্ততার ফাঁকে একটুকরো নিজস্ব সময়। তবে ভক্তদের জন্য তাঁর ভালোবাসা অটুট। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, "আমি যেখানেই থাকি না কেন, আপনাদের ভালোবাসা আমার সঙ্গে থাকে। সামনে কিছু চমক আছে, যা শিগগিরই জানাবো।" শাকিবের এই বার্তায় ভক্তদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে আন্তর্জাতিক প্রযোজকদের সঙ্গে তাঁর সাক্ষাতের গুঞ্জন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয় কমিউনিটির জনপ্রিয় সাংস্কৃতিক ইভেন্টগুলোতে তাঁর অংশগ্রহণও বড় আলোচনার বিষয়। চলচ্চিত্র সমালোচক রাকিব হাসান বলেন, "শাকিব খান শুধু দেশীয় নায়ক নন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তাঁর জনপ্রিয়তা ব্যাপক। যুক্তরাষ্ট্রে সময় কাটানোর পাশাপাশি তিনি যে গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করছেন, তা ভবিষ্যতে তাঁর ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে।" বিশ্ব চলচ্চিত্রে তারকাদের ছুটি কাটানো ও ফ্যান–ইন্টারঅ্যাকশনের গুরুত্ব অনেক পুরনো। হলিউডের অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও থেকে শুরু করে বলিউডের শাহরুখ খান সবাই ছুটির সময়েও ভক্তদের সঙ্গে যুক্ত থাকতে সোশ্যাল মিডিয়াকে বেছে নেন। শাকিব খানের ক্ষেত্রেও বিষয়টি আলাদা নয়। এদিকে ভক্তদের জন্য তাঁর আরেকটি ‘গুড নিউজ’ হতে পারে নতুন সিনেমার ঘোষণা। শোনা যাচ্ছে, তিনি ফিরেই বাংলাদেশে বড় বাজেটের একটি সিনেমার শুটিং শুরু করবেন।
যে যেখানেই থাকুন, প্রিয় তারকার ছুটি কাটানোর ছবিগুলো দেখে ভক্তদের মনে নতুন উচ্ছ্বাস কাজ করে। শাকিব খানও সেই উচ্ছ্বাসকে ধরে রাখতে জানেন। যুক্তরাষ্ট্রের রোদে ছুটির দিনগুলো তাঁর জন্য যেমন রিফ্রেশমেন্ট, তেমনি ভক্তদের জন্যও এক টুকরো আনন্দের খোরাক।
“ছুটির মাঝেও শাকিব খান ভক্তদের ভালোবাসা ভুলেননি, পাঠালেন হৃদয় স্পর্শ করা এক বিশেষ বার্তা।”