একদিকে সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন ‘উৎসব’, অন্যদিকে রক্ত-ঘাম আর প্রতিশোধের গল্প ‘তাণ্ডব’। আজ রাতেই চরকিতে মুক্তি পাচ্ছে দুটি আলোচিত সিনেমা একসঙ্গে।
প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৫, ২:২৬:৪৪
আজ রাতেই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে দুই বিপরীত ধারার দুটি সিনেমা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’। একটি ঘরোয়া পারিবারিক নাটকের মতো আবেগে ভরা, অন্যটি অ্যাকশন-থ্রিলারের রোমাঞ্চে ঠাসা। এই বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে ইতোমধ্যেই তৈরি হয়েছে উন্মাদনা। বাংলাদেশের কনটেন্ট বেইজড ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে চরকি বরাবরই দর্শকদের চমকে দিতে ভালোবাসে। এবার একসঙ্গে দুই বিপরীত ঘরানার সিনেমা মুক্তি দিয়ে যেন আবারও প্রমাণ করল, ‘চরকি’ মানেই এক্সপেরিমেন্ট ও গুণগত মানের মিশেল।
‘উৎসব’: সম্পর্কের সুর, অতৃপ্তির গল্প
‘উৎসব’ সিনেমাটি নির্মাণ করেছেন অনিমেষ আইচ। মেলার আমেজে জড়িয়ে থাকা গল্পটি আসলে সম্পর্কের, প্রত্যাশা-অপূরণের, পারিবারিক দ্বন্দ্ব আর মানসিক যন্ত্রণার। মুখ্য ভূমিকায় আছেন আফসানা মিমি, লুৎফর রহমান জর্জ, অরুণা বিশ্বাস প্রমুখ। সিনেমাটি নিঃশব্দ কথোপকথন, চাহনির ব্যথা আর সম্পর্কের গভীর সংকটের গল্প বলে। নির্মাতা অনিমেষ বলেন, “উৎসব একেকজন মানুষের ভেতরের রংগুলো তুলে ধরার চেষ্টা। এ উৎসব বাইরের নয়, ভেতরের।”
‘তাণ্ডব’: প্রতিশোধের থ্রিলিং আখ্যান
অন্যদিকে ‘তাণ্ডব’ সিনেমাটি নির্মাণ করেছেন রিফাত রহমান। এই সিনেমা গড়ে উঠেছে প্রতিশোধ, অপরাধ আর শহরের অন্ধকার জগৎকে ঘিরে। মুখ্য ভূমিকায় আছেন নিরব, ফারিয়া শাহরিন ও শতাব্দী ওয়াদুদ। এখানে যে গল্প উঠে এসেছে তা শুধুই অ্যাকশন নয়, বরং সামাজিক বাস্তবতাও সামনে এনেছে। চরকির প্রধান কনটেন্ট কর্মকর্তা শাহরিয়ার শাকিল বলেন, “দর্শকদের জন্য এবার আমরা এক রাতেই উৎসব আর তাণ্ডবের অভিজ্ঞতা আনছি। ভিন্ন দুই স্বাদের গল্প এক প্ল্যাটফর্মে।”
“উৎসব আর তাণ্ডব দুটি সিনেমাই যেন দুটি বিপরীত মেরুর যাত্রা, দর্শক পাবে আবেগ আর রোমাঞ্চের পূর্ণ স্বাদ।” শাহরিয়ার শাকিল, চরকি
একই প্ল্যাটফর্মে বিপরীত স্বাদের আয়োজন
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের ওটিটি জগতে এখন কনটেন্ট বৈচিত্র্যই সবচেয়ে বড় আকর্ষণ। এক রাতে দুই রকম স্বাদের সিনেমা দর্শককে যে অভিজ্ঞতা দেবে, তা তাদের জোড়ালোভাবে প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রাখবে। এই ধরণের উদ্যোগ প্রসঙ্গে মিডিয়া বিশ্লেষক মাহমুদুল হাসান বলেন, “একই দিনে দুই ঘরানার সিনেমা মুক্তি দেওয়া আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মগুলোর স্ট্র্যাটেজির মতোই সাহসী পদক্ষেপ।”
দর্শকের কাঁধে এখন প্রত্যাশার ভার
সিনেমা দুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। অনেকে অপেক্ষায় আছেন আজ রাতের ‘ডুয়াল প্রিমিয়ার’-এর জন্য। প্রশ্ন একটাই কে জিতবে দর্শকের হৃদয়? আবেগ নাকি অ্যাকশন?
চরকি বলছে, দুইটাই!