আকস্মিক সিদ্ধান্তে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বন্যা ও অতিবৃষ্টির প্রভাব স্পষ্ট
প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ১:০৮:৩৯
চলমান আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা হঠাৎ করেই স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন পরীক্ষা স্থগিতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। তবে কোনো নির্দিষ্ট কারণ কিংবা পরবর্তী পরীক্ষার তারিখ এখনো জানানো হয়নি।
পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ
এই আকস্মিক ঘোষণা পরীক্ষার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করেছে। অনেকে বলছেন, কোনো পূর্বাভাস ছাড়া এমন সিদ্ধান্ত শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির ওপর বড় প্রভাব ফেলবে।
কুমিল্লা বোর্ডেও ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত
এদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ড পৃথক এক ঘোষণায় বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য সব এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন গণমাধ্যমকে জানিয়েছেন,
টানা অতিভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামসহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তবে এসব পরীক্ষার পরবর্তী তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানানো হয়েছে।
জলাবদ্ধতা ও যোগাযোগ বিচ্ছিন্নতা
বিভিন্ন শিক্ষাকেন্দ্র ইতিমধ্যেই জলাবদ্ধ হয়ে পড়েছে, অনেক শিক্ষার্থী ও অভিভাবক যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো নিয়ে শঙ্কিত ছিলেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি আরও অবনতি হলে আরও বিস্তৃতভাবে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত আসতে পারে।