ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডে আতঙ্ক, অল্পের জন্য রক্ষা পেল শতাধিক পরিবার
প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ১০:১২:২২
ঢাকা, ২ জুলাই
রাজধানীর টিকাটুলিতে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে মামুন প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের টানা দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। মূলত কেমিক্যাল সংরক্ষণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন,
ঘটনাস্থলে চারটি ইউনিট সক্রিয়ভাবে কাজ করে এবং আরও তিনটি ইউনিট প্রস্তুত ছিল। দীর্ঘ সময় ধরে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্টরা বলছেন, ভবনের ভেতরে বিপজ্জনক দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে জানা গেছে।