দুপুরের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন, স্বস্তির আশা নগরবাসীর
প্রকাশিত : ২৪ জুন ২০২৫, ২:০৮:২৯
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরেই প্রচণ্ড গরম বিরাজ করছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। তবে আজ মঙ্গলবার সকাল থেকেই আকাশে ঘন মেঘ দেখা গেছে, যা স্বস্তির সম্ভাবনার আভাস দিচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেল থেকে রাতের মধ্যেই রাজধানীসহ দেশের মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুর রহমান বলেন,
“মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। এর প্রভাবে ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি হতে পারে, যা কয়েকদিন পর্যন্ত থেমে থেমে চলতে পারে।”
বৃষ্টির ইতিবাচক প্রভাব:
রাজধানীতে বৃষ্টি হলে গরম কিছুটা কমবে বলে আশা করছেন নগরবাসী। দীর্ঘদিনের খরার পর ফসল ও জলাধারেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। তবে ভারী বর্ষণ হলে নিম্নাঞ্চলে পানি জমে যানজট ও দুর্ভোগ সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কাও রয়েছে।
আকাশে মেঘের আনাগোনা আর আবহাওয়ার পূর্বাভাস নগরবাসীর মনে সাময়িক স্বস্তি এনে দিয়েছে। এখন বৃষ্টির দেখা পেলে তাপদাহের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা সবার।