তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ১০ কেজি ইলিশ ও এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ
প্রকাশিত : ১০ আগস্ট ২০২৫, ১১:৩৮:৫১
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিছুর রহমানের বিরুদ্ধে ১০ কেজি ইলিশ ও তিন কিস্তিতে এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার।
শনিবার (৯ আগস্ট) দুপুরে যমুনার চরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে কিশোরীর বাবা অভিযোগ করেন, ঘুষ নেওয়ার পর তদন্ত কর্মকর্তা মামলার বিবাদীর কাছ থেকেও টাকা নিয়ে আদালতে ‘ধর্ষণের ঘটনা ভিত্তিহীন’ উল্লেখ করে প্রতিবেদন দেন।
পরিবারের দাবি, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর বাকপ্রতিবন্ধী কিশোরীকে প্রতিবেশী শহিদুল ইসলাম ধর্ষণ করেন। প্রভাবশালী পরিবার হওয়ায় স্থানীয়ভাবে সমাধান ব্যর্থ হলে আদালতে মামলা করা হয়। আদালত মামলাটির তদন্তভার দেন তৎকালীন শাহজাদপুর থানার এসআই আনিছুর রহমানকে।
অভিযোগ অনুযায়ী, এসআই আনিছুর ভুক্তভোগীর কাছ থেকে ঘুষ নেওয়ার পর বিবাদীপক্ষ থেকেও টাকা নেন এবং সাক্ষীদের বক্তব্য ছাড়াই আদালতে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনের বিরুদ্ধে কিশোরীর বাবা নারাজি দিয়েছেন।
বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) বিভাগ তদন্ত করছে। ভুক্তভোগীর বাবা আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে এসআই আনিছুর রহমান বলেন, “আমি কোনো টাকা নেইনি, অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন।”