‘জ্যাজ সিটি’, ৭০-এর দশকের লুকে আরিফিন শুভ
বলিউড ও হলিউডে যেমন বিগত দশকের সেটিং-এ চলচ্চিত্র তৈরি করে দর্শককে অতীতের সৌন্দর্যে ভাসিয়ে তোলে, তেমনই বাংলাদেশি দর্শকের জন্য ‘জ্যাজ সিটি’ হতে যাচ্ছে এক নস্টালজিক ট্রিপ। ছবির কেন্দ্রবিন্দু ৭০-এর দশকের ঢাকা, যেখানে জ্যাজের সুর আর শহরের রাতের আলো একত্রিত হয়ে এক ব্যতিক্রমী পরিবেশ তৈরি করে। প্রধান চরিত্রে রয়েছেন আরিফিন শুভ, যিনি এবার শহুরে স্টাইল ও সঙ্গীতময় লুকে হাজির হচ্ছেন।