১০ দিনের রোডম্যাপ: সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ১০ দিনের মধ্যে রাজনৈতিক সনদ বাস্তবায়নের রোডম্যাপ প্রকাশের ঘোষণা দিয়েছেন। রবিবারের বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এ প্রতিশ্রুতি আসে। সংবিধান সংশোধন ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।