গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩০ জন ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি, কেউ মারা যাননি
                        স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ১১৮ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯,৯৪৪ জন। আগস্ট মাসে ৮,৯৬৪ জন হাসপাতালে ভর্তি ও ৩৫ জনের মৃত্যু হয়েছে।