স্বাস্থ্যখাত কেলেঙ্কারির মূল হোতা মিঠু এখন আইনশৃঙ্খলার দখলে
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর গুলশান এলাকা থেকে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা হিসেবে পরিচিত মোতাজ্জরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করেছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মিঠুকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যখাতের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিঠু নজরদারিতে ছিলেন। ডিবি জানিয়েছে, জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে।