আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি পাওয়ার পর আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ ৭৩তম মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টরন্টো উৎসবে শর্টকাট কম্পিটিশন বিভাগে জায়গা পেয়েছে এই চলচ্চিত্রটি।