দেশে সোনার দাম বেড়ে রেকর্ড পর্যায়ে,ভরিপ্রতি প্রায় দুই লাখ টাকা
স্বাধীনতার বছরে ভরি প্রতি সোনার দাম ছিল মাত্র ১৭০ টাকা। ৫৪ বছর পর সেটি দাঁড়িয়েছে এক লাখ ৮৬ হাজার টাকায়। বিশ্ববাজারে সোনার দাম বাড়তে থাকায় বাংলাদেশেও নতুন অলংকার কেনার পরিবর্তে পুরোনো বিক্রি করলে বড় মুনাফা মিলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।