আসছে টানা ৫ দিনের বৃষ্টি! আজ সন্ধ্যায় ঝড়ের শঙ্কা ৬ জেলায়
বাংলাদেশে টানা পাঁচ দিনের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যায় ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে অন্তত ছয়টি জেলায়, যেখানে গতি ছাড়াতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার। সংশ্লিষ্ট এলাকাগুলোতে নৌ চলাচল ও জনসাধারণকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।