ভোটারদের উৎসাহে উচ্ছ্বসিত উমামা:জয়ে ভরসা আছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি প্রার্থী উমামা ফাতেমা বলেন, ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন এবং সুষ্ঠু ভোটের আশায় জয় নিয়ে আশাবাদী। তিনি আশা প্রকাশ করেছেন, ভোট পরিবেশ ভালো থাকবে এবং নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হবে। সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার রাত ৮টা থেকে সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ রয়েছে।