ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা, কমবে কি তাপমাত্রা ?
ঢাকায় চলমান মৌসুমি বায়ুর প্রভাবে আজ রোববারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুরের পর হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমে এসে ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াতে পারে। এদিকে, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে না, তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকবে।