ডিপিপি অনুমোদনের দাবিতে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনে সরকারের ইতিবাচক সাড়া না পাওয়ায় শিক্ষার্থীরা ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করেছেন। রবিবার সকাল ১১টা থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা ও ঢাকা-রংপুর সড়কে যান চলাচল বন্ধ করে তারা বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের দাবি, দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কার্যকর পদক্ষেপ নিতে হবে, নতুবা আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।