বাইকের যত্নে সবচেয়ে বেশি যে ভুলগুলো করবেন না
অনেক বাইক চালক বাইকের নিয়মিত রক্ষণাবেক্ষণে সচেতন থাকলেও কিছু সাধারণ ভুল অনিচ্ছাকৃতভাবে করে থাকেন, যা বাইকের ইঞ্জিন, ব্রেক, টায়ারসহ গুরুত্বপূর্ণ অংশের মারাত্মক ক্ষতি করে। এই প্রতিবেদনে এমন ৮টি সাধারণ ভুল তুলে ধরা হয়েছে, যেগুলো এড়িয়ে চললে বাইক চলবে দীর্ঘদিন, খরচও কমবে।