বৃষ্টির ছোঁয়ায় স্বস্তি, তবে বজ্রঝড়ের সতর্কতা জারি
গরমে অতিষ্ঠ জনজীবনে গতকাল থেকে শুরু হওয়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে এনে দিয়েছে সাময়িক স্বস্তি। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চল, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগে বজ্রপাতের ঝুঁকি বেশি।