বাংলা সংগীতের নক্ষত্র ফরিদা পারভিন আর নেই
বাংলা সংগীতের আকাশে আরেকটি নক্ষত্রের পতন। লালনসংগীতের অবিচ্ছেদ্য নাম, ‘বাউলসম্রাজ্ঞী’ উপাধিধারী ফরিদা পারভিন পাড়ি দিলেন না–ফেরার দেশে। সাত দশকের জীবনে তিনি যা রেখে গেলেন, তা শুধু সুর নয়, এক গভীর দর্শন, এক অমোঘ সাংস্কৃতিক ঐতিহ্য।