পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। তৃষ্ণা রানীর হ্যাটট্রিকের সঙ্গে গোল করেছেন শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন, মুনকি আক্তার ও মোসাম্মত সাগরিকা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে বাংলাদেশের মূল পর্বে ওঠার আশা জিইয়ে আছে।