‘জনগণের ভোটেই বিএনপির সরকার আসবে’ - দৃঢ় ঘোষণা এম এ মালেকের
বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম এ মালেক বলেছেন, “জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে।” মঙ্গলবার (৫ আগস্ট) এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, জনগণই হবে পরিবর্তনের চালিকাশক্তি, আর বিএনপি প্রস্তুত একটি গণভিত্তিক সরকার গঠনে।