মব নয়, চাই সুশাসন: ক্ষমতার অন্ধ চক্র আর কতকাল?
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বারবার দেখা যায় মব, সহিংসতা, দায়িত্বহীন আচরণ এবং রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার। আজ যারা ক্ষমতায়, তারাও অতীতে এই অনিয়ম ও সহিংসতার অংশ ছিলেন; আর যাঁরা বিরোধিতা করেছিলেন, এখন নিরুত্তর। তাই প্রশ্ন কবে আমরা ব্যক্তি নির্ভরতার বাইরে এসে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে পারবো? কবে মবের বদলে প্রতিষ্ঠিত হবে আইনের শাসন?