মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩৪, হাসপাতালে চিকিৎসাধীন ৪৯
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। শনিবার (২৬ জুলাই) রাত ১০টা পর্যন্ত ৪৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বার্ন ইনস্টিটিউটে ১৭ জন, সিএমএইচে ১৪ জনসহ বিভিন্ন হাসপাতালে নিহত হয়েছেন। দুই শিক্ষার্থী রাফসি ও আয়ান সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চিকিৎসাধীনদের মধ্যে ৪ জন আইসিইউতে এবং ৯ জন সিভিয়ার ক্যাটাগরিতে রয়েছেন।