মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
| ২৭ শ্রাবণ ১৪৩২
গত ২২ জুন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চালানো মার্কিন হামলায় তেহরানের পরমাণু কর্মসূচি প্রায় দুই বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল। স্থানীয় সময় বুধবার (২ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মূল্যায়ন তুলে ধরেন। খবর রয়টার্সের।
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ (IAEA) সম্প্রতি জানিয়েছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি সম্পর্কে যথেষ্ট স্বচ্ছতা দেখাচ্ছে না। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে উচ্চমাত্রার সাফল্যের পর ইরানের কয়েকটি স্থাপনার কার্যক্রম নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।