দ্বিতীয় ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতায় ভরাডুবি, তবুও আশা ছাড়ছে না টাইগাররা
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫:১৪
ঢাকা, ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে প্রথম ম্যাচ জিতলেও রান রেটের দিক থেকে পিছিয়ে ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হেরে এবার আরও কঠিন সমীকরণে পড়ল টাইগাররা। এখন সুপার ফোরে যেতে হলে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আফগানিস্তানকে হারাতে হবে এবং নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় থাকতে হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই ধুঁকেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো শূন্য রানে দুই উইকেট হারায় দল। পরে মিডল অর্ডারও ব্যর্থ হয়, একপর্যায়ে স্কোর দাঁড়ায় ৫৩ রানে পাঁচ উইকেট। শেষদিকে জাকের আলী অপরাজিত ৪১ এবং শামীম হোসেন পাটোয়ারীর অপরাজিত ৪২ রানের জুটিতে ৮৬ রান যোগ হলেও চ্যালেঞ্জ জানানোর মতো স্কোর দাঁড় করানো সম্ভব হয়নি। ১৪০ রানের লক্ষ্য শ্রীলঙ্কা ১৪.৪ ওভারেই ছুঁয়ে ফেলে ছয় উইকেটে জয় তুলে নেয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের আলী বলেন,
আশা ছাড়ার প্রশ্নই আসে না। আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি, একটি ম্যাচ হেরে যাওয়ায় কিছু শেষ হয়নি। পরের ম্যাচেও জেতার মানসিকতা নিয়েই মাঠে নামবো।
টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার দিকেও ইঙ্গিত করেন তিনি। জাকের বলেন, “ওপেনার আর তিন নম্বর ব্যাটারের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। ড্রপ অ্যান্ড রান, স্ট্রাইক রোটেট করাও জরুরি। আশা করি পরের ম্যাচে ওরা আরও ভালো করবে।”
তবে ব্যাটিং ব্যর্থতার দায় তিনি ভাগ করে নিয়েছেন দলের সবার মধ্যে। “আমি বা শামীম ভালো খেলেছি মানে শুধু আমরা ভালো করেছি তা নয়। সবাই মিলে খারাপ খেলেছি, আর সবাই মিলে হেরেছি,” মন্তব্য করেন তিনি।