আবুধাবিতে লিটন দাসের নেতৃত্বে সম্ভাব্য একাদশে তিন পেসার ও দুই স্পিনার
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০:৫৭
এশিয়া কাপে দুই দিন আগে পর্দা উঠলেও বাংলাদেশের লড়াই শুরু হচ্ছে আজ। আবুধাবিতে হংকংয়ের মুখোমুখি হবে লিটন দাসের দল।
ওপেনিংয়ে থাকবেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। চলতি বছর ছক্কা মারার দৌড়ে দুজনই আছেন কাছাকাছি তানজিদ ২৩টি ও পারভেজ ২২টি। তিনে ব্যাট করবেন অধিনায়ক লিটন দাস, যিনি এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪১৭ রান করেছেন।
চারে নামতে পারেন তাওহিদ হৃদয়। এরপর মিডল অর্ডারে জাকের আলী ও শামীম হোসেনকে দেখা যেতে পারে। সাত নম্বরে থাকবেন অলরাউন্ডার মেহেদী হাসান, তবে তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
বোলিং আক্রমণে তিন পেসার ও দুই স্পিনার খেলানোর সম্ভাবনা বেশি। স্পিন বিভাগে মেহেদীর সঙ্গে থাকবেন রিশাদ হোসেন। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে সুযোগ পেতে পারেন তানজিম হাসান, যিনি ব্যাটিংয়েও অবদান রাখতে পারেন।
সম্ভাব্য একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ।