কুলদীপ-দুবের বোলিং ঝড়ে ৫৭ রানে গুটালো আমিরাত, ৯ উইকেটে সহজ জয় পেয়েছে ভারত
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯:৫৪
এশিয়া কাপে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল ভারত দুর্দান্ত জয় দিয়ে। বুধবার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে পাঠানো হয় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে। পাওয়ার প্লেতে মাত্র ৪১ রানে ২ উইকেট হারানোর পরও কিছুটা প্রতিরোধ গড়ার আভাস দিয়েছিল আমিরাত। তবে নবম ওভারে কুলদীপ যাদবের এক স্পেলে পুরো ম্যাচের চিত্র পাল্টে যায়। মাত্র ২.১ ওভারে ৭ রানে ৪ উইকেট তুলে নেন এই রিস্ট স্পিনার।
অন্যদিকে শিবম দুবে ২ ওভারে মাত্র ৪ রানে নেন ৩ উইকেট। শেষ ৮ উইকেট মাত্র ১০ রানে হারিয়ে ১৩.১ ওভারে অলআউট হয় আমিরাত। ব্যাট হাতে আলশান শরাফু ১৭ বলে ২২ এবং অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ২২ বলে ১৯ রান করে দলের সর্বোচ্চ সংগ্রাহক হন।
জবাবে রান তাড়া করতে নেমে ঝড়ো সূচনা দেন অভিষেক শর্মা। তিনি মাত্র ১৬ বলে ৩০ রান করে ফিরে গেলে জুটি ভাঙে। তবে শুবমান গিল (৯ বলে ২০*) ও সূর্যকুমার যাদব (২ বলে ৭*) মিলে ৯৩ বল হাতে রেখে ম্যাচ শেষ করেন।
৯ উইকেটের সহজ জয়ে আত্মবিশ্বাসী সূচনা করল ভারত।