ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ আতালের ব্যাটিং ঝড়ে পাকিস্তানের বিপক্ষে ১৮ রানের জয় পেল আফগানিস্তান
প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১:৫০:৫৩
দুয়ারে কড়া নাড়ছে এশিয়া কাপ। ঠিক এই সময়ে শারজাহতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের জন্য বড় অশনিসংকেত হয়ে এলো আফগানিস্তানের কাছে ১৮ রানের হার।
মঙ্গলবার টসে জিতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান তোলে ৫ উইকেটে ১৬৯ রান। ইব্রাহিম জাদরান ৪৫ বলে ৬৫ এবং সেদিকুল্লাহ আতাল ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৪ উইকেট নিলেও থামাতে পারেননি আফগানদের।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান গড়তে পারেনি বড় কোনো জুটি। ফখর জামান (২৫) ও মোহাম্মদ হারিসকে আউট করেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। শেষ দিকে হারিস রউফ ১৬ বলে অপরাজিত ৩৪ রান করেন, কিন্তু তাতেও জয় ধরা দেয়নি পাকিস্তানের।
পাকিস্তানের ইনিংস থামে ৯ উইকেটে ১৫১ রানে। আফগানিস্তানের হয়ে রশিদ খান, ফজলহক ফারুকি ও নূর আহমদ নেন দুটি করে উইকেট।
ম্যাচের আগে উভয় দল আফগানিস্তানের ভূমিকম্প ও পাকিস্তানের ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে।
এই হারের পরও সিরিজের পয়েন্ট তালিকার শীর্ষে আছে পাকিস্তান। দ্বিতীয় স্থানে আফগানিস্তান। বৃহস্পতিবার পাকিস্তান মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।