জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে রাসি ফন ডার ডুসেনের দল
প্রকাশিত : ১৫ জুলাই ২০২৫, ১২:২৫:০৮
হারারে, ১৪ জুলাই ২০২৫
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে যাত্রা শুরু করল দক্ষিণ আফ্রিকা। সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছে প্রোটিয়ারা। জিম্বাবুয়ের দেওয়া ১৪২ রানের লক্ষ্য ২৫ বল হাতে রেখেই টপকে যায় দক্ষিণ আফ্রিকা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টিতে অভিষিক্ত লুহান প্রিটোরিয়াস প্রথম বলেই গোল্ডেন ডাক মারেন। এরপর রিজা হেনড্রিকসকেও (১১) সাজঘরে ফেরান রিচার্ড এনগারাভা। মাত্র ১৭ রানে দুই ওপেনার হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা।
এরপর অধিনায়ক রাসি ফন ডার ডুসেন কিছুটা স্থিরতা এনে দিলেও থিতু হতে পারেননি। মাত্র ১৬ রান করে তিনি ফিরে গেলে দলীয় স্কোর দাঁড়ায় ৩৮/৩। তবে সেখান থেকে ইনিংস গুছিয়ে নেন দেওয়াল্ড ব্রেভিস ও রুবিন হারমান। চতুর্থ উইকেটে এই দুই তরুণ গড়েন ৭২ রানের মূল্যবান জুটি।
দলের অভিষিক্ত ব্যাটার হারমান খেলেন ৪৫ রানের কার্যকরী ইনিংস। ব্রেভিস যোগ করেন ৪১ রান। দুজনই আউট হয়ে গেলেও ম্যাচ শেষ করে আসেন করবিন বস। তার ২৩ রানের অপরাজিত ইনিংসেই নিশ্চিত হয় দলের জয়।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান তোলে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। ৩ চার ও ২ ছক্কায় সাজানো তার ইনিংস দলের ভিত গড়লেও বড় স্কোর দাঁড় করাতে পারেনি স্বাগতিকরা।
প্রোটিয়া বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডে। তিনি ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে শিকার করেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
আগামী ১৬ জুলাই হারারেতে নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তাদের লক্ষ্য থাকবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখা।