রুমিন ফারহানা: বিএনপি কে ঠান্ডাভাবে পরাজয় স্বীকার করতে হবে, ভবিষ্যতের রাজনীতি হবে ওয়েলফেয়ার ভিত্তিক
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২:০৬:০৫
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, দলের পরাজয় স্বীকার করে যুক্তিসঙ্গত মূল্যায়ন করা উচিত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক টক শোতে তিনি মন্তব্য করেন, ‘আওয়ামী লীগের ভোট জামায়াত পেয়েছে’ বলার মতো অযৌক্তিক মন্তব্য দলের অবস্থাকে আরও দুর্বল করে।
রুমিন ফারহানা বলেন, ‘ডাকসু নির্বাচনের উদাহরণ দেখুন—ছাত্রদলের প্রার্থী পেয়েছে ৫–৬ হাজার ভোট, অন্য শিবিরের প্রার্থী ১৪ হাজার। এখানে ৯ হাজার ভোটের ফারাক স্বীকার করা দরকার। অযৌক্তিক কথাবার্তা না বলে ঠান্ডাভাবে দলীয় ফোরামে আলোচনা করা ভালো।’
তিনি আরও বলেন, ‘রাজনীতির প্যারাডাইম শিফট হচ্ছে। নেপাল, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশেও রাজনৈতিক দলগুলো যদি এই পরিবর্তনের পালস ধরতে না পারে, তারা প্রতিটি নির্বাচনেই মূল্য দিতে হবে।’
রুমিন ফারহানা উদাহরণ দিয়ে উল্লেখ করেন, ‘উগ্র ধর্মভিত্তিক রাজনীতি বা আইডেন্টিটি পলিটিক্সের যুগ শেষ। ভবিষ্যতের রাজনীতি হবে জনগণের কল্যাণ ভিত্তিক, ওয়েলফেয়ার পলিটিক্সের ওপর নির্ভরশীল।’ তিনি যোগ করেন, ‘বাংলাদেশে রাজনীতিতে টিকে থাকতে হলে মুক্তিযুদ্ধ বা ধর্মভিত্তিক রাজনীতি ছাপিয়ে জনগণের কল্যাণকে কেন্দ্রবিন্দুতে রাখতে হবে।’