লন্ডনে মাহফুজ আলমের ‘জুলাই আপ্রাইজিং কনভারসেশন’ অনুষ্ঠানে উত্তেজনা, সুশৃঙ্খল নিরাপত্তায় সম্পন্ন
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০:০১
লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির (School of Oriental and African Studies) খালিলি লেকচার থিয়েটারে শুক্রবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ‘জুলাই আপ্রাইজিং কনভারসেশন’। অনুষ্ঠানটি বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত চলে।
বাংলাদেশ হাইকমিশন লন্ডনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক মুশতাক খান ও অধ্যাপক নাওমি হোসেন সঞ্চালনা করেন। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামও বক্তব্য রাখেন। মাহফুজ আলম অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ২০২৪-এর গণ-অভ্যুত্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
তবে অনুষ্ঠান চলাকালীন সোয়াস বিশ্ববিদ্যালয়ের বাইরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করেছেন। তবে অনুষ্ঠানের সময় উপদেষ্টা মাহফুজ আলম গাড়িতে ছিলেন না।
পুলিশ ও সোয়াস কর্তৃপক্ষ আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিলেন। উপদেষ্টা এবং হাইকমিশনের কর্মকর্তারা নির্বিঘ্নে অনুষ্ঠানে প্রবেশ করেন। অনুষ্ঠান শেষে একাধিক গাড়িতে করে তারা ক্যাম্পাস ত্যাগ করেন। এর পরও কয়েকজন দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে গাড়ির চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেন এবং খালি গাড়িতে ডিম নিক্ষেপ করেন। পুলিশ তাদের সরিয়ে দেয়।
সন্ধ্যা সাড়ে ৭টায় উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশ হাইকমিশনে একটি মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে, বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে সমন্বয় রেখে উপদেষ্টা মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।