বিএনপি নেতা বলেন শিবির নামে কোনও প্যানেল অংশ নেয়নি, তবে বিজয়ীরা ‘শিবির’ পরিচয়ে প্রচার পাচ্ছেন
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩:১২
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১০ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
সালাহ উদ্দিন বলেন,
আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছেন। এটাই গণতন্ত্রের রীতি। নির্বাচনে কিছু ক্রটি-বিচ্যুতি হয়েছিল, যেহেতু অনেক বছর পরে হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন,
কিছু পত্রিকায় দেখলাম, ছাত্রশিবিরের প্যানেল জয়ী হয়েছে। আমার জানা মতে, ছাত্রশিবির ডাকসু নির্বাচনে অংশ নেয়নি। এই নামে কোনও প্যানেল নির্বাচনে অংশ নিয়েছিল কি? না। তাহলে পত্রিকায় ও বিভিন্ন মিডিয়ায় এভাবে আসছে কেন?
বিএনপি নেতা আরও বলেন, “জাতীয়বাদী ছাত্রদল দলীয় ব্যানারে নির্বাচনে অংশ নিয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন নিজ নামে নির্বাচন করেছে। কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে অংশ নিয়েছে। কিন্তু যারা জয়ী হয়েছেন তাদের প্যানেলের নাম ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছেন, তাদেরকে আমি আবারও ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই।”