ডাকসু নির্বাচনে সম্পাদকীয় পদে শিবিরের দাপট, শীর্ষ তিন পদও তাদের দখলে
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭:১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সম্পাদকীয় পদে বড় জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয়ী হয়েছেন তাদের প্রার্থীরা। বাকি তিনটি পদ দখল করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। ডাকসুতে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)সহ মোট ২৮টি পদ রয়েছে। এর মধ্যে সদস্যপদ ১৩টি।
বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ঢাবির সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ফলাফল ঘোষণা শুরু করেন। অন্য নির্বাচন কমিশনাররাও এসময় উপস্থিত ছিলেন। এখনও সদস্যপদগুলোর ফলাফল ঘোষণার কাজ চলছে।
শীর্ষ তিন পদে শিবির সমর্থিতদের জয়
ঘোষিত ফলাফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মুহা. মহিউদ্দীন খান বিজয়ী হয়েছেন। তিনজনই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী।
সম্পাদকীয় পদে ফলাফল
সব মিলিয়ে শীর্ষ ১৫ পদে ১২টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল, আর তিনটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।