প্রকাশিত : ২৬ জুন ২০২৫, ১১:১২:২৬
এবার দলের গঠনতন্ত্রের শুরুতে , এই ক্ষমা আনুষ্ঠানিক ভাবে যুক্ত করেন। শিবির সাথি ও জামাতের রোকন হতে গেলে যেই পড়াশুনা করে পাশ করতে বলে জানি, সেই খানে সবাইকে এই পরীক্ষার প্রশ্নমালাও জুড়েদেন যে, 'আপানাকে জামাত ও শিবির করতে হলে বিনাশর্তে বরন করতে হবে ৭১ এর ঘটনায় জামাত অপরাধ করে হত্যাযজ্ঞ চালিয়েছিল', এই বাক্যও সংযোজন করুন।
শিবির ও জামাতের সদস্য হতে হলে বাংলাদেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব , জাতীয় সঙ্গীত , নারী স্বাধীনতা প্রশ্নে বিনাশর্তে মেনে নেয়া ও সম্মান প্রদর্শন করতে রাজি আছেন কিনা -এমন প্রশ্নও জুড়ে দিন সেসব পরীক্ষায়।
জুলাই আমাদের নতুন করে চলতে শিখিয়েছে, এখানে কোন পরাজয় দেখি না। ভাল কাজ করলে সবাই সম্মান দেবে।
কেন বলছি? ড শফিক সাহেব নিজে ভাল মানুষ বলে নিজ উদ্যোগে হয়ত একটু অনুতপ্ত। কিন্তু , জামাতের কর্মী সমর্থকরা ভিন্ন মত পোষণ করেন। অন্তরে আল্লাহ তাদের মোহর মেরে দিয়েছেন, তারা বাংলাদেশ /৭১ স্বীকার করে না।
শাহেদ আলমের ফেসবুক টাইমলাইন থেকে নেয়া