সাগর–রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন ১২১তমবার পিছিয়ে, নতুন দিন ৩০ নভেম্বর
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৫:২৩
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। নতুন দিন ধার্য করা হয়েছে ৩০ নভেম্বর, যা আদালত নির্ধারণ করেছেন। এ পর্যন্ত এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ মোট ১২১ বার পিছিয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। আজও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত পুনরায় দিন ধার্য করেন।
ঘটনার বিবরণ অনুযায়ী, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাগর ও রুনি খুন হন। হত্যাকাণ্ডের সময় বাসায় ছিলেন তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ। সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন রুনির ভাই নওশের আলম।
মামলার আসামিরা হলেন:
এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে, বাকিরা কারাগারে আটক।